Logo

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও রেডিওগ্রাফি দিবস পালিত

profile picture
আজাহারুল ইসলাম সুজন
মৌলভীবাজার
৮ নভেম্বর, ২০২৫, ১৮:৩০
27Shares
মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও রেডিওগ্রাফি দিবস পালিত
ছবি প্রতিনিধি।

মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) রেডিওলজি বিভাগের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস। এছাড়া সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, রেডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. উবায়দুল ইসলাম বাপ্পীসহ চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্সিং কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ১৮৯৫ সালের ৮ নভেম্বর জার্মান বিজ্ঞানী উইলিয়াম কনরাড রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের নতুন দিক উন্মোচন করে। পরবর্তীতে আল্ট্রাসনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআই যুক্ত হওয়ায় চিকিৎসা আরও নির্ভুল ও রেডিওলজি–নির্ভর হয়ে ওঠে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD