এখনো কালো মেঘের ছায়া পুরোপুরি কাটেনি: বাবর

নেত্রকোণার মোহনগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) দুপুরে মোহনগঞ্জ মাল্টিপারপাস হল রুমে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, এখনো কালো মেঘের ছায়া পুরোপুরি কাটেনি, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই আমাদের শক্তি। দলের প্রতিটি নেতাকর্মীকে এখন দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি এবং সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল।
বিজ্ঞাপন
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা সংগঠনের ভিত্তি আরও মজবুত করা এবং আগামী দিনে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।








