Logo

পূর্ব সুন্দরবনে তিনদিনব্যাপী রাস উৎসবের সমাপ্তি

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগেরহাট
৫ নভেম্বর, ২০২৫, ১৫:১৪
4Shares
পূর্ব সুন্দরবনে তিনদিনব্যাপী রাস উৎসবের সমাপ্তি
ছবি প্রতিনিধি।

পূর্ব সুন্দরবনের দুবলারচরে শেষ হলো তিনদিনব্যাপী রাস উৎসব। উৎসবের শেষ দিনে পুণ্যার্থীরা বঙ্গোপসাগরের নোনা জলে স্নান করে ধর্মীয় আচার সমাপ্তি করেন।

বিজ্ঞাপন

উৎসব শুরু হয়েছিল ৩ নভেম্বর। দেশের বিভিন্ন এলাকা এবং বিদেশ থেকেও বহু ভক্ত এতে অংশগ্রহণ করেছেন। উৎসব চলাকালীন সময়ে স্থাপিত অস্থায়ী রাধা-কৃষ্ণ মন্দিরে রাতভর পূজা, ভজন ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

উৎসবের আয়োজন সংক্রান্ত তথ্য দিয়ে দুবলার আলোরকোলে রাস উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের এলাকায় এই উৎসব হয়ে আসছে। এটি শুধু স্থানীয় নয়, দেশের বাইরে থেকেও মানুষ এখানে আসেন।

বিজ্ঞাপন

বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন , এবারের উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়েছে। মোট ১৩,৫১৯ জন পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষী, কোস্টগার্ড, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD