Logo

একই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা নিয়ে লড়বেন আপন ২ ভাই

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
৫ নভেম্বর, ২০২৫, ১৫:০২
3Shares
একই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা নিয়ে লড়বেন আপন ২ ভাই
বিএনপির থেকে আজিজুর রহমান ও জামায়াতে ইসলামী থেকে মোস্তাফিজুর রহমান মোস্তাক । ফাইল ছবি

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজীবপুর) আসনের রাজনীতিতে এবার দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী চিত্র—একই পরিবারের দুই ভাই মুখোমুখি হচ্ছেন নির্বাচনের ময়দানে। বড় ভাই বিএনপির, ছোট ভাই জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী, রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান পেয়েছেন ধানের শীষ প্রতীক। অপরদিকে, জামায়াতে ইসলামী থেকে মোস্তাফিজুর রহমান মোস্তাক, যিনি আজিজুর রহমানের আপন ছোট ভাই এবং দলটির রৌমারী উপজেলা শাখার সাবেক আমির, প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লা প্রতীকে।

ভাইয়ের বিপরীতে ভাইয়ের এই নির্বাচনী লড়াই এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু। চায়ের দোকান, হাট-বাজার থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত চলছে উত্তপ্ত আলোচনা—‘কে জয়ী হবেন, বড় ভাই না ছোট ভাই?’

বিজ্ঞাপন

স্থানীয় ভোটার আবুল কালাম আজাদ বলেন, “রৌমারীর রাজনৈতিক ইতিহাসে এ রকম দৃশ্য আমরা আগে দেখিনি। দুই ভাইয়ের এই লড়াই নিঃসন্দেহে অনন্য এক ঘটনা।”

জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, “বড় ভাই বিএনপির প্রার্থী হয়েছেন, তাতে আমাদের সংগঠনের ভোটে কোনো প্রভাব পড়বে না। জামায়াতের সমর্থন এখন আগের চেয়ে শক্তিশালী।”

অন্যদিকে বিএনপি প্রার্থী আজিজুর রহমান বলেন, “ছোট ভাই একসময় আমার সঙ্গেই রাজনীতি করত, পরে জামায়াতে যোগ দেয়। তবে জনগণ আমার পাশে আছে, আমি আশাবাদী।”

বিজ্ঞাপন

এই পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা ঘিরে কুড়িগ্রাম-৪ আসনে সৃষ্টি হয়েছে বিশেষ উত্তেজনা ও কৌতূহল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু রাজনৈতিক নয়, পারিবারিক মর্যাদারও লড়াই হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুড়িগ্রাম-৪ আসনে অতীতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জেপির প্রার্থীরা পালাক্রমে জয়ী হয়েছেন। সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের বিপ্লব হাসান পলাশ সংসদ সদস্য নির্বাচিত হন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD