প্রার্থিতা স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির সড়ক অবরোধ

মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর।
বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) সকালে বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে এলাকায় টানটান উত্তেজনার সৃষ্টি করেন।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সড়কে এসে সমবেত হন। কিছু সময়ের মধ্যে জনসমাগম বাড়তে থাকলে পুরো এলাকা বিক্ষোভকারীদের দখলে চলে যায়। তারা ‘কামাল জামানের মনোনয়ন স্থগিত মানি না, ‘অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই’, ‘গণতন্ত্রের বিজয় নিশ্চিত কর’—এমন স্লোগান দিতে থাকেন।
বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের অভিযোগ, জনপ্রিয় নেতা কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করাটা উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তারা বলেন, সরকার বিরোধী কণ্ঠরোধ করতে এবং বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিক্ষোভ স্থলে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বলেন, অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিজ্ঞাপন

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং পরবর্তী আন্দোলনের প্রস্তুতি নিতে ফিরে যান।








