ঢাকায় বাতাস ‘অস্বাস্থ্যকর’, খুলনায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর

দুই দিনের বৃষ্টি বঞ্চিত অবস্থার প্রভাবে রাজধানী ঢাকার বায়ুমান সূচক (AQI) বেড়ে গেছে এবং বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান অষ্টম স্থানে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর গড় বায়ুমান সূচক ১৭৭, যা মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়েছে। গতকাল একই সময়ে এই সূচক ছিল ১১২।
তবে সবচেয়ে উদ্বেগজনক অবস্থার শিকার হয়েছে খুলনা। এ শহরের বায়ুমান সূচক ২২৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণীবদ্ধ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর মানে স্থানীয় জনগণকে বহিরঙ্গন কার্যক্রম সীমিত রাখা এবং মাস্ক ব্যবহার করা জরুরি।
বিজ্ঞাপন
বায়ুদূষণের এ তথ্য প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir, যা বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান পরিমাপ করে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে। এ তালিকায় বিশ্বের সর্বাধিক দূষিত শহরগুলোর মধ্যে ভারতের দিল্লি শীর্ষে, যেখানে সূচক পৌঁছেছে ৬০৫। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, যার সূচক ২৪৪।
বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন যে, দূষিত এলাকায় শরীরচর্চা, দৌড়ানো বা দীর্ঘ সময় খোলা স্থানে অবস্থান এড়িয়ে চলা, ঘরের জানালা বন্ধ রাখা, এবং শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্তদের বিশেষ যত্ন নেওয়া আবশ্যক।
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (EPIC) প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (AQLI)–এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ুদূষণ এখন বাংলাদেশের মানুষের আয়ুর সবচেয়ে বড় বাহ্যিক হুমকি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় সাড়ে পাঁচ বছর পর্যন্ত কমে যাচ্ছে, যা দেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে একেবারে শীর্ষে তুলে দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ এবং নাগরিক সচেতনতা ছাড়া এ পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে। তাই প্রত্যেকের জন্য মাস্ক পরিধান এবং দূষিত এলাকায় কম সময় থাকা এখন সবচেয়ে জরুরি সতর্কতা।








