বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা, ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এতে উপকূলীয় এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে দেওয়া এক বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলের নিকটে একটি লঘুচাপ অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে এগোতে পারে।
এর প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। ফলে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলসহ বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
এ অবস্থায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সতর্কভাবে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপটি শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হলে তা নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাই সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।








