সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিমমুখে অগ্রসর হয়ে মিয়ানমার–বাংলাদেশ উপকূলের দিকে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময়ে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন: যেদিন থেকে দেশে শুরু হতে পারে শীতের আমেজ
বিজ্ঞাপন
পরবর্তী ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বুধবার (৫ নভেম্বর) থেকে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
বিজ্ঞাপন
পরবর্তী দুই দিন—৬ ও ৭ নভেম্বর—ক্রমে দেশের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, তবে ৭ নভেম্বরের পর সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।








