Logo

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা কমে মিলবে গরম থেকে স্বস্তি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১১:৫৩
20Shares
ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা কমে মিলবে গরম থেকে স্বস্তি
ফাইল ছবি

রাজধানী ঢাকায় আজ রবিবার (১ নভেম্বর) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে গরমের দাপটও কমবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।

অন্যদিকে, সারাদেশের আবহাওয়ার সার্বিক পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রামের কিছু অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। ফলে সারাদেশেই দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

মৌসুম পরিবর্তনের এই সময়ে হালকা বৃষ্টি গরম থেকে কিছুটা স্বস্তি আনলেও, আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম ও ঘামাচিও দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD