পরিচালক হয়ে প্রথমবার বিসিবি অফিসে এলেন আসিফ আকবর

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও নতুন ক্রিকেট প্রশাসক আসিফ আকবর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপস্থিত হয়েছেন পরিচালক হিসেবে।
বিজ্ঞাপন
গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে নির্বাচিত হন আসিফ আকবর। নির্বাচনের পর তিনি বিদেশে থাকায় দীর্ঘদিন হোম অব ক্রিকেট মিরপুরে আসতে পারেননি।
অবশেষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তিনি বিসিবি ভবনে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন।
বিজ্ঞাপন
মিরপুর স্টেডিয়ামের সবুজ গালিচায় প্রবেশের পর আসিফ আকবরকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। এক ক্ষুদে ভক্তের সঙ্গে ছবি তুলতেও রাজি হন তিনি। পরে হাবিবুল বাশার সুমনসহ বিসিবির কয়েকজন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বর্তমানে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ চলায় বিসিবির অনেক পরিচালক সেখানে অবস্থান করছেন। আর ঢাকায় বিপিএল সংক্রান্ত ব্যস্ততায় রয়েছেন সভাপতি ফারুক আহমেদ ও অন্যান্য কর্মকর্তারা। এর মধ্যেই আসিফ আকবরের মিরপুর আগমন নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিসিবির নির্বাচনে অংশ নিতে আসিফ আকবর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছিলেন। চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালকের প্রতিদ্বন্দ্বিতায় তার প্রতিপক্ষ প্রার্থী সরে দাঁড়ালে সহজেই বিজয়ী হন তিনি।
বিজ্ঞাপন
নির্বাচনে জয়লাভের পর বিসিবির পক্ষ থেকে বয়সভিত্তিক ক্রিকেট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এই জনপ্রিয় গায়ক-পরিচালককে।
ক্রিকেটের মাঠে নতুন দায়িত্ব পালনের পাশাপাশি সঙ্গীতজগতেও সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন আসিফ আকবর। তিনি বলেন, সংগীত আমার আত্মা, আর ক্রিকেট আমার আবেগ। বিসিবিতে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি চাই দেশের ক্রিকেট আরও উন্নত হোক, বিশেষ করে তরুণদের জন্য আমরা শক্ত ভিত্তি গড়ে তুলব।








