হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ, দোয়া চাইলেন স্ত্রী

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দোয়া চেয়েছেন রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ১৪ মিনিটে রিয়াদের স্ত্রী ফেসবুকে পোস্ট করে জানান রিয়াদের অসুস্থতার খবর। যা দেখে উৎকণ্ঠা তৈরি হয়েছে রিয়াদ-ভক্তদের মনে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।
বিজ্ঞাপন
পোস্টের সঙ্গে দেওয়া ছবিতে দেখা যায়, রিয়াদ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তবে তার অসুস্থতার প্রকৃত ধরন এখনও জানা যায়নি।
ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই খবর উপলক্ষে উদ্বেগের সৃষ্টি হয়েছে।








