Logo

ক্রিকেট বল কেড়ে নিল তরুণ অজি ক্রিকেটারের প্রাণ

profile picture
ক্রীড়া ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৫, ১৪:৩৯
38Shares
ক্রিকেট বল কেড়ে নিল তরুণ অজি ক্রিকেটারের প্রাণ
ছবি: সংগৃহীত

মেলবোর্নে নেটে অনুশীলন করার সময় গুরুতর আহত হয়ে মারা গেছেন ১৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেন অস্টিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি একটি স্বয়ংক্রিয় বোলিং মেশিনের সামনে ব্যাটিং প্র্যাকটিস করছিলেন। হেলমেট থাকলেও বলটি তার ঘাড়ের সংযোগস্থলে আঘাত করলে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।

ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব জানিয়েছে, বেন ছিলেন প্রতিভাবান অলরাউন্ডার, অনুপ্রেরণামূলক নেতা এবং একজন প্রিয় সহকর্মী। ক্লাব ও দেশের ক্রিকেট মহল তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ক্রিকেটার এবং ক্লাব তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD