Logo

রিয়াদের স্ত্রী জান্নাতুলের ফেসবুক পোস্ট, বললেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা

profile picture
জনবাণী ডেস্ক
৫ নভেম্বর, ২০২৫, ২৪:১৪
12Shares
রিয়াদের স্ত্রী জান্নাতুলের ফেসবুক পোস্ট, বললেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা
ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের অসুস্থতার বিষয়টি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফেসবুক পোস্টে তার স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি জানান। জ্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় জাতীয় দলের এই সাবেক ক্রিকেটারকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। যে খবর শুনে শঙ্কা দানা বেঁধেছিল টাইগার সমর্থকদের বুকে। তবে বিসিবির চিকিৎসক জানিয়েছিলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রিয়াদ।

বিজ্ঞাপন

জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেললেও টাইগার সমর্থকদের কাছে এখনও হিরো মাহমুদউল্লাহ রিয়াদ। তাই এই ক্রিকেটারের অসুস্থতায় বিচলিত হয়ে পড়েছিল দেশের ক্রিকেটাঙ্গন।

এবার জাতীয় দলের এই সাবেক অধিনায়কের স্ত্রী জানালেন অসুস্থ স্বামীকে হাসপাতালে ভর্তি করার পর কী ধরণের মানসিক অবস্থার মধ্য দিয়ে গেছেন তারা। রিয়াদের স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি তার ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন সেই দুঃসহ অভিজ্ঞতার কথা।

হাসপাতালের সিএইচডিইউ ইউনিটের নেমপ্লেটের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করাক... এটা ছিলো আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময় (২৭/১০/২০২৫)!’

বিজ্ঞাপন

রিয়াদের স্ত্রী মিষ্টি আরও লিখেছেন, ‘এই দরজার ভিতরে ঢুকার আগে সে যখন আমাকে বললো আমি যেন তাকে ক্ষমা করে দেই। সেটা শুনেও আমি এমন ভান করলাম যেন কিছুই হয়নি, হবেও না ইনশাআল্লাহ! ওই সময় নিজেকে খুব শক্ত করে সামলালাম এখন সেটা ভেবে নিজের কাছেই খুব অবাক লাগছে সেই আমি কিভাবে এতো শক্ত ছিলাম।’

মিষ্টি মনে করেন, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল। তিনি লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে আমার আল্লাহ আমাকে সবরের পরীক্ষা করছিলেন, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবোই হবো ইনশাআল্লাহ ! কিন্তু যতক্ষণ তার পাশে ছিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম তার হায়াত কতটুকু সেটাতো একমাত্র আল্লাহই জানেন। সর্বক্ষণ দোয়া আর জিকিরে কিভাবে যেন সেই কঠিন সময়টুকু পার হয়ে গেলো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ!আল্লাহ মহান, পরম দয়ালু!তার দয়ার কাছে আমি চির কৃতজ্ঞ!’

বিজ্ঞাপন

শেষে তিনি লিখেছেন, ‘মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভুলা যায়না।সেই কঠিন সময়টুকু এখনো বার বার মনে পড়ছে, হয়তো এই ট্রমা কাটতেও সময় লাগবে...।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD