‘নৌকা’ উপহার যেখানে রাখলেন সড়ক উপদেষ্টা

আলজেরিয়ার রাষ্ট্রদূতের দেওয়া প্রতীকী ‘নৌকা’ উপহার নিয়ে আলোচনার পর এবার বিষয়টির সর্বশেষ অবস্থান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, উপহারটি সরকারি তোশাখানায় জমা দেওয়া হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকাল ৫ টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন, গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে সচিবালয়ের দপ্তর থেকে প্রাপ্তি স্বীকারপত্রও প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১ নভেম্বর) আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ফাওজুল কবির খান। অনুষ্ঠান শেষে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি তাকে মাঝিসহ একটি পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার দেন।
ফেসবুকে দেওয়া পোস্টে উপদেষ্টা লিখেছিলেন, কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে উপহারটি গ্রহণ করি। উপহারে দূতাবাসের নাম স্পষ্টভাবে লেখা আছে এবং এর সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো সম্পর্ক নেই।
উপহারটি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনমতও চান- কীভাবে বিষয়টি পরিচালনা করবেন। তার চারটি বিকল্প ছিল- উপহারটি দূতাবাসে ফেরত পাঠানো, সরকারি তোশাখানায় জমা দেওয়া, প্রবীণ নিবাসে সংরক্ষণ করা বা নিজে রেখে দেওয়া।
বিজ্ঞাপন
এই পোস্ট ঘিরে ফেসবুকে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ কূটনৈতিক শিষ্টাচারের প্রশংসা করেন, আবার কেউ উপহারের প্রতীক নিয়ে মন্তব্য করেন।








