Logo

খালেদা জিয়ার ফেনী-১ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন জোবায়ের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১৭:৪৫
67Shares
খালেদা জিয়ার ফেনী-১ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন জোবায়ের
এহসানুল মাহবুব জোবায়ের | ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটি ও প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী। এর আগে দল ঘোষণা করেছিল, খালেদা জিয়ার আসনে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে না। তবুও জোবায়েরকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মনোনয়ন নেওয়ার বিষয়ে জোবায়ের ইত্তেফাক ডিজিটালকে বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

ফেনী-১ আসনে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ফেনীতে নতুন নেতৃত্ব দরকার। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন। আমি ফেনীর সন্তান। এখান থেকেই মানুষের জন্য কাজ করতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে।

এনসিপি সূত্রে জানা গেছে, আগামী ১৫ নভেম্বর (শনিবার) ১০০–১৫০ প্রার্থীর নাম ঘোষণা করবে দল। এরপর নভেম্বর মাসের মধ্যে আরও দুই ধাপে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে মাধ্যমিক (২০১৪) ও উচ্চমাধ্যমিক (২০১৬) সম্পন্ন করেছেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, রোভার স্কাউট গ্রুপ ও লিও ক্লাবের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেবামূলক সংগঠনে কাজ করছেন।

বিজ্ঞাপন

পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩–২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশন থেকে ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সঙ্গে জড়িত। জোবায়েরের পিতামাতা দুইজনেই শিক্ষক।

এদিকে, ৬ নভেম্বর থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

খালেদা জিয়ার ফেনী-১ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন জোবায়ের