Logo

মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৯ নভেম্বর, ২০২৫, ১৫:৪২
34Shares
মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক মতবিনিময় সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় এক মতবিনিময় সভা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি দুর্বলতা এবং মাথা ঘোরা অনুভব করেন। কিছুক্ষণ পার্শ্ববর্তী নেতাদের সহায়তায় চেয়ারে বসে তিনি বক্তব্য শেষ করেন।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত নেতা-কর্মীরা জানান, বক্তব্যের এক পর্যায়ে মহাসচিবের কণ্ঠ আটকে যায় এবং তিনি কাঁপতে থাকেন। এসময় তিনি পাশে থাকা নেতাদের তাকে ধরার নির্দেশ দেন এবং জানান, “একটু মাথা ঘুরছে।”

কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করেন, “কিছু হয়নি, আমি ভালো আছি।” এরপর চেয়ারে বসে তিনি পুরো বক্তব্যটি শেষ করেন।

স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান বলেন, মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তায় বক্তব্য শেষ করেছেন, তা তার নেতৃত্বের প্রমাণ। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এটাই মহাসচিবের রাজনৈতিক চরিত্র। দলের জন্য নিজের শারীরিক অবস্থাকে তিনি ভুলে যান। তার এই দৃঢ়তা আমাদের নতুন করে অনুপ্রেরণা দিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD