Logo

এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি : নাহিদ ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১৩:২১
16Shares
এককভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি : নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম । ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন বাজি রেখেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো নাগরিক পার্টির নৈতিক দায়িত্ব। আহত জুলাই যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেওয়া উচিত।’

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম আরও জানান, এনসিপি দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তবে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না দলটি।

জুলাই আন্দোলনের সময় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা শহীদ গাজী সালাউদ্দিনের মৃত্যুর প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘এমন মুক্তিযোদ্ধা ও আন্দোলনকারীদের স্মৃতি ধরে রাখাই আমাদের দায়িত্ব।’

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনসিপির নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD