Logo

এনসিপির ১০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৫, ১১:৫১
17Shares
এনসিপির ১০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) এনসিপির সদস্য সচিব আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলের সার্বিক প্রস্তুতি, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘোষিত কমিটির সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, প্রচারণা কৌশল এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও কমিটি দিকনির্দেশনা দেবে।

বিজ্ঞাপন

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা একটি গণমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের আস্থা অর্জনে কাজ করছি। এই কমিটি নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত করতে ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD