Logo

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার কারণ বিষয়ে সর্বশেষ যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১৬:৪৭
18Shares
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার কারণ বিষয়ে সর্বশেষ যা জানা গেল
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের উড্ডয়ন ত্রুটিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তদন্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তদন্তে দেখা গেছে, বিমানের পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে ঢাকার বাইরে বিমান প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, মাইলস্টোন স্কুল ভবনটি নির্মাণের ক্ষেত্রে রাজউকের ভবন নির্মাণ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি, যা দুর্ঘটনার পর উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি করেছিল।

প্রসঙ্গত, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ বহু শিক্ষার্থী প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রমের নিরাপত্তা মান উন্নত করা হবে এবং বেসামরিক এলাকাজুড়ে বিমান প্রশিক্ষণ কার্যক্রম পর্যালোচনার পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD