Logo

ঢাকায় যে কারণে আসছেন না জাকির নায়েক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১৫:৫৮
23Shares
ঢাকায় যে কারণে আসছেন না জাকির নায়েক
জাকির নায়েক | ফাইল ছবি

ভারতের ইসলামি বক্তা ও স্কলার জাকির নায়েকের বাংলাদেশে আগমন ব্যাপক আলোচনার বিষয় ছিল। তবে শেষমেষ তাকে ঢাকায় আসতে দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভায় চূড়ান্ত হয়।

বিজ্ঞাপন

জাকির নায়েকের ঢাকায় আসার কথা ছিল আগামী ২৮ ও ২৯ নভেম্বর। শুধুমাত্র ঢাকায় নয়, তিনি ঢাকার বাইরেও কিছু এলাকায় আয়োজন করতে চেয়েছিলেন।

কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার আগমনে প্রচুর জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণ করতে বড়সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন হবে। তবে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অনেকাংশ নির্বাচনী প্রস্তুতির কারণে ঢাকায় অতিরিক্ত মোতায়েন করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে বিষয়টি আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত অনুযায়ী, জাকির নায়েক বাংলাদেশে আসবেন না এবং তার আগমনে কোনো ধরনের জনসমাগমের আয়োজনও সম্ভব নয়। সূত্রের মতে, নিরাপত্তা ও জননিয়ন্ত্রণের বিষয়টি এই সিদ্ধান্তে মূল প্রভাব ফেলেছে।

বিজ্ঞাপন

এ ছাড়া, নিরাপত্তা ব্যবস্থার পর্যাপ্ত প্রস্তুতির অভাবে আগামী নির্বাচনী প্রক্রিয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থান ব্যাহত হতে পারে বলে অভ্যন্তরীণভাবে আশঙ্কা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD