Logo

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বাড়বে: সেনাসদর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১৬:০৪
11Shares
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বাড়বে: সেনাসদর
ছবি: সংগৃহীত

দেশের জনগণের মতোই সেনাবাহিনীও চায় যে সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, সরকারের রূপরেখার মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচনের আয়োজন হলে সেনাবাহিনী স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবে। বর্তমানে আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি। প্রশিক্ষণগুলো সীমিত আকারে হলেও নির্বাচনের সময় আমাদের করণীয় বিষয়গুলোকে মূল ফোকাসে রেখেই চলছে।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও উল্লেখ করেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ। আমরা তাই বলি, ‘উই ট্রেইন এজ উই ফাইট’। তবে গত ১৫ মাস ধরে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় বাইরে নিয়োজিত ছিল এবং অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। এজন্য আমরা চাই, নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফিরে এসে আমাদের মূল প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখতে পারি।

তিনি আরও জানান, গত ১৫ মাস আমাদের জন্য সহজ ছিল না। এই সময়ে আমরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয়, তাহলে আমাদের কিছুদিন আরও দায়িত্ব পালন করতে হবে। তাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের এ মন্তব্যে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতি সেনাবাহিনীর লক্ষ্য এবং নির্বাচনের গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD