Logo

শাপলা কলি, হ্যান্ডশেক ও কাঁচি প্রতীক পেল নতুন ৩ রাজনৈতিক দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৫, ২০:২৬
32Shares
শাপলা কলি, হ্যান্ডশেক ও কাঁচি প্রতীক পেল নতুন ৩ রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত

নতুন তিনটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পর নিজস্ব প্রতীক পেয়েছে। দলগুলো দাবি-আপত্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই প্রতীকগুলো দলীয় কার্যক্রম ও নির্বাচনে ব্যবহার করতে পারবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আম জনগণ পার্টি-কে হ্যান্ডশেক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে কাঁচি, এবং জাতীয় নাগরিক পার্টি-কে শাপলা কলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে কোনো আপত্তি জানাতে চান, তারা যথাযথ দলিলসহ কারণ উল্লেখ করে ১২ নভেম্বরের মধ্যে সচিবের নিকট লিখিতভাবে আবেদন করতে পারবেন।

নতুন প্রতীক বরাদ্দের এই প্রক্রিয়া রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রতীক নির্বাচনের সময় ভোটারদের কাছে দলের পরিচিতি নিশ্চিত করতে সাহায্য করে।

বিজ্ঞাপন

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নতুন দলগুলোর প্রতীক বরাদ্দ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দলের কার্যক্রমকে সহজভাবে পরিচালনা করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD