বিমানবন্দর থেকে অস্ত্র চুরির বিষয় এখনো নিশ্চিত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সময় অস্ত্র চুরির ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানা যাবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিমানবন্দরে আগুনের ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সচিব ওই কমিটির প্রধান হিসেবে কাজ করছেন এবং তিনি কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন। ইতোমধ্যে কিছু বিদেশি বিশেষজ্ঞও ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আসলেই কোনো অস্ত্র চুরি হয়েছে কি না। তদন্ত শেষ হলে জানা যাবে। যদি চুরির প্রমাণ মেলে, তবে দায়ীদের আইনের আওতায় আনা হবে।
বৈঠকে সাম্প্রতিক কিছু নির্বাচনি ঘটনা নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের ঘোষণা দেওয়ার পর কিছু এলাকায় ক্ষুদ্র আকারে অস্থিরতা দেখা দিয়েছে। বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।
আরও পড়ুন: ইসির নিবন্ধন পাচ্ছে তিন দল : ইসি সচিব
বিজ্ঞাপন
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বহাল রয়েছে এবং তা প্রয়োগও করা হচ্ছে।
বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী ওসিদের বিষয়ে তিনি আরও বলেন, আমাদের তথ্য সীমিত। প্রথমে আমরা বিগত তিনটি নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদের বাদ দেবো। প্রয়োজনে দুই বা একবার নির্বাচনে দায়িত্ব পাওয়া কর্মকর্তারাও পর্যায়ক্রমে পরিবর্তনের আওতায় আসবেন। তবে নতুন করে ওসি নিয়োগ এখনই সম্ভব নয়।








