প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকাল পুলিশ

প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগব্যবস্থা চালুর দাবিতে যমুনার দিকে পদযাত্রা শুরু করেছিল প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। তবে শাহবাগে গিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয় পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে তারা এই পদযাত্রা শুরু করেন। কাফনের কাপড় মাথায় বেঁধে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়।
প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা বলেন, তাদের ৫ দফা দাবির মধ্যে অন্যতম হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ। এছাড়া তারা জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দেওয়ার দাবি জানান।
বিজ্ঞাপন
এ ছাড়াও, সরকারি চাকরিতে প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার আহ্বান জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনরত গ্র্যাজুয়েটরা।
জানা গেছে, গত ১৯ অক্টোবর থেকে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করছেন।








