Logo

রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে মতৈক্যে পৌঁছানোর সুযোগ দিল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১২:৫৮
20Shares
রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে মতৈক্যে পৌঁছানোর সুযোগ দিল সরকার
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ জমা হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য নিরসনে অন্তর্বর্তী সরকার আর কোনো নতুন উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বিজ্ঞাপন

তিনি জানান, এখন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে মতৈক্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, “আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় ঐকমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও সংস্কার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

তিনি জানান, সভায় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ, এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আসিফ নজরুল বলেন, “সভায় লক্ষ্য করা হয়েছে—ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়ে গেছে। তাছাড়া গণভোট কখন হবে, কী বিষয়ে হবে—এসব নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে। এ জন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার মনে করে এখন দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তারা নিজেরা আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাক—এটাই সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD