প্রবাসী ও কারাবন্দিরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসী ও কারাগারে থাকা আসামিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) প্রাঙ্গণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “এই নির্বাচনে প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন। প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য— সবাইকে ভোটের আওতায় আনতে আমরা উদ্যোগ নিয়েছি। যারা দায়িত্বে থাকবেন, তারা রেজিস্ট্রেশন করে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন। তাদের ঠিকানায় ব্যালট পাঠিয়ে দেওয়া হবে।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “যারা আইনি হেফাজতে আছেন, তারাও বাংলাদেশের নাগরিক। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিয়েছি। পাশাপাশি প্রবাসী নাগরিকরাও এবার ভোট দিতে পারবেন।”
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমি এই দায়িত্বকে শুধু চাকরি হিসেবে নিইনি। এটা আমার কাছে এক ধরনের মিশন— ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি, সেটাই আমার চিন্তার বিষয়। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ করতে হবে।”
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “ভোটকেন্দ্রে নিরাপত্তার মূল দায়িত্বে থাকবে আনসার সদস্যরা। তাদের পেশাদারিত্ব ও সততার ওপর নির্ভর করছে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ।”
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি রোধে সচেতনতার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “যে কোনো তথ্য দেখেই যাচাই ছাড়া শেয়ার করা এখন মানুষের অভ্যাস হয়ে গেছে। এ কারণে নির্বাচন কমিশনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে, যেখানে এআই-সংশ্লিষ্ট গুজব বা ভুল তথ্য যাচাই করা যাবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।








