Logo

পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৬:৪৫
25Shares
পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

পদোন্নতি ও সিনিয়র স্কেল প্রদানের দাবিতে সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সোমবার (৩ নভেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে দাবি জানান। তারা সহকারী সচিব (নন ক্যাডার) পদে পদোন্নতি, সিনিয়র স্কেল প্রদান এবং সিনিয়র সহকারী সচিব (নন ক্যাডার) থেকে উপসচিব পদে উন্নীত করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চান।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অনুপস্থিত থাকায় কর্মকর্তারা অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. আব্দুল খালেকসহ বিভিন্ন স্তরের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় মো. আব্দুল খালেক জানান, সহকারী সচিব (নন ক্যাডার) পদে সর্বশেষ পদোন্নতি দেওয়া হয়েছিল চলতি বছরের মার্চ মাসে। এরপর প্রায় সাত মাস কেটে গেলেও নতুন কোনো পদোন্নতি দেওয়া হয়নি, যদিও অন্তত ৩০টি পদ শূন্য রয়েছে। ২৪ জন এও ও পিও কর্মকর্তার পদোন্নতির একটি নথি প্রস্তুত করা হলেও, অজানা কারণে তা এখনো সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হয়নি।

বিজ্ঞাপন

কর্মকর্তারা দাবি করেন, প্রক্রিয়াধীন ২৩ জন কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব দ্রুত পিএসসিতে পাঠানো হোক। পাশাপাশি সহকারী সচিব পদে যারা ইতোমধ্যে পদোন্নতি পেয়েছেন, তাদের দ্রুত সিনিয়র স্কেল প্রদানেরও দাবি জানান তারা।

এছাড়া উপসচিবের ৯টি শূন্য পদে পদোন্নতি প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি তোলেন কর্মকর্তারা। তবে বিষয়টি এপিডি উইংয়ের অধীনে থাকায় অতিরিক্ত সচিব এ বিষয়ে মন্তব্য না করে তাদের সংশ্লিষ্ট উইংয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

বিজ্ঞাপন

আলোচনা শেষে সভাপতি মো. আব্দুল খালেক বলেন, পরবর্তী কর্মসূচির সময়সূচি পরে জানানো হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে ঘোষিত সময় অনুযায়ী উপস্থিত থাকার আহ্বান জানান।

কর্মকর্তারা আশা প্রকাশ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের যৌক্তিক দাবির দ্রুত সুরাহা করবে, যাতে দীর্ঘদিনের পদোন্নতির জট কেটে যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD