Logo

ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৫, ১৬:৩২
19Shares
ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক মাহমুদুল হাসান
মাহমুদুল হাসান | ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক)(৩) অনুযায়ী, মাহমুদুল হাসান ডিএসসিসির মেয়রের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন। তিনি তার বর্তমান দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন এবং নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২৯ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে তাকে অপসারণের নির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

নতুন প্রশাসক মাহমুদুল হাসানের নিয়োগের মাধ্যমে ডিএসসিসিতে প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন এলো, যা স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন গতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD