পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণের খনি, মূল্য ৬৩৬ বিলিয়ন ডলার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল স্বর্ণের মজুত আবিষ্কৃত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি এবং এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর।
বিজ্ঞাপন
স্থানীয় গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আবিষ্কৃত স্বর্ণের মোট মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন ডলার, যা দিয়ে পাকিস্তানের সব বিদেশি ঋণ পরিশোধ করা সম্ভব।
হানিফ গওহর আরও জানান, স্বর্ণের খননকাজ শুরু করার জন্য ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও কানাডার দুইটি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদন পেলেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে।
বিজ্ঞাপন
তিনি বলছেন, বিষয়টি ইতোমধ্যেই পাকিস্তানের বিশেষ বিনিয়োগ সহায়তা কাউন্সিল (এসআইএফসি) এবং পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নজরে আনা হয়েছে।
তবে সরকারি কোনো সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে স্বর্ণের খনন বা মজুত সম্পর্কে তথ্য প্রকাশ করেনি। এ খবরের মাধ্যমে পাকিস্তান অর্থনৈতিকভাবে স্বশ্রদ্ধ হতে পারে এবং বিদেশি ঋণ পরিশোধে এক বড় সুযোগ সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন।
বিজ্ঞাপন
এই আবিষ্কার যদি কার্যকরভাবে খনন ও বাজারজাত করা যায়, তবে এটি দেশটির অর্থনীতি এবং আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।








