স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার স্ত্রী

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে এক চাঞ্চল্যকর ঘটনায় স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতার নারীর নাম এম মাধবীলতা এবং তার স্বামী মান্ত্রি শ্যাম। পুলিশের তথ্যমতে, দম্পতি হায়দরাবাদের শহরতলী অম্বেরপেতে বসবাস করতেন। গত ২৯ অক্টোবর শ্যামকে একদল লোক অপহরণ করে রাজধানীর অভিজাত এলাকা বানজারা হিলসের একটি ফ্ল্যাটে নিয়ে যায়। তবে ৩১ অক্টোবর তিনি সুযোগ পেয়ে পালিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
শ্যাম তার অভিযোগে জানান, অপহরণের মূল পরিকল্পনাকারী ছিলেন তার স্ত্রী মাধবীলতা। তিনি তিন জনকে—ভান্ডি দুর্গা বিনয়, কাট্টা দুর্গা প্রসাদ ও কাটামনি পরশুরাম—ভাড়া করেছিলেন অপহরণের জন্য। অপহরণের পর শ্যামের কাছে এক কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়।
বিজ্ঞাপন
শ্যাম বাড়িতে যোগাযোগ করে চেক পাঠানোর ব্যবস্থা করেন। সেই চেক ভাঙানোর জন্য অপহরণকারীরা তাকে ব্যাংকে নিয়ে যায়। সুযোগ পেয়ে সেখান থেকেই তিনি পালিয়ে যান।
এরপর পুলিশের অভিযানে মাধবীলতা, বিনয়, প্রসাদ ও পরশুরামসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
তদন্তে জানা গেছে, মাধবীলতার আসল উদ্দেশ্য ছিল স্বামীর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেওয়া এবং পরে তাকে হত্যা করা। মুক্তিপণের এক কোটি রুপি ছিল মূলত অপহরণকারীদের পারিশ্রমিক।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গাড়ি, দুটি মোটরসাইকেল ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
সূত্র: এনডিটিভি








