যে দুই দেশে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভুটান এবং বার্বাডোজ সহ আরও বেশ কয়েকটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। বাংলাদেশিরা ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা নিয়ে মোট ৩৯ থেকে ৪২টি দেশে ভ্রমণ করতে পারে।
বিজ্ঞাপন
বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য তিমুর-লেস্তে ভিসা অব্যাহতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশিরা এখন থেকে এই দুই এশীয় দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশের বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতির চুক্তি করা হয়।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত এশিয়ার ২১টি, ইউরোপের ৪টি, আফ্রিকার ১টি এবং আমেরিকার ৩টি দেশের সঙ্গে মোট ২৯টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি বাংলাদেশের আছে।
সম্পূর্ণ ভিসা-মুক্ত,এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দেশ নিচে দেওয়া হলো:
বার্বাডোজ (Barbados)
বিজ্ঞাপন
ভুটান (Bhutan)
ডোমিনিকা (Dominica)
ফিজি (Fiji)
বিজ্ঞাপন
গাম্বিয়া (Gambia)
হাইতি (Haiti)
বিজ্ঞাপন
জামাইকা (Jamaica)
মাইক্রোনেশিয়া (Micronesia)
সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস (St. Vincent and the Grenadines)
বিজ্ঞাপন
ত্রিনিদাদ ও টোবাগো (Trinidad and Tobago)
ভানুয়াতু (Vanuatu)








