Logo

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় না বসার সিদ্ধান্ত ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর, ২০২৫, ১০:৫৫
11Shares
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় না বসার সিদ্ধান্ত ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে আর কোনো বাণিজ্য আলোচনা শুরু করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে কানাডার অন্টারিও প্রদেশে তৈরি একটি রাজনৈতিক বিজ্ঞাপনের কারণেই দুই দেশের মধ্যে এই আলোচনা পুনরায় শুরু হবে না। সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিজ্ঞাপনের জন্য তার কাছে ক্ষমা চাইলেও, দুই দেশ কোনো আলোচনা শুরু করবে না। ট্রাম্প বলেন, আমি তাকে খুব পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল ছিল। এটি একটি মিথ্যা বিজ্ঞাপন ছিল, তাই তিনি ক্ষমা চেয়েছেন।

ট্রাম্প গত সপ্তাহে অন্টারিও প্রদেশের প্রচারিত এই বিজ্ঞাপনের জের ধরে আলোচনা স্থগিত করে এবং কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দেন। বিজ্ঞাপনে রিগ্যানের একটি বক্তব্য ব্যবহার করা হয়েছিল যেখানে তিনি শুল্ককে বিপর্যয় হিসেবে উল্লেখ করেছিলেন।

বিজ্ঞাপন

আল-জাজিরা আগে জানিয়েছিল, অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের দলের তৈরি এই বিজ্ঞাপনটি রিগ্যানের বক্তব্যের কিছু অংশ কেটে জোড়া দিয়ে তৈরি করা হলেও, প্রতিটি বক্তব্যই রিগ্যান তার বক্তৃতায় করেছিলেন। ট্রাম্প এই বিজ্ঞাপনটিকে ভুয়া বলে আখ্যা দিয়েছিলেন।

পরে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে ফোর্ড বিজ্ঞাপন প্রচার স্থগিত করেন। প্রধানমন্ত্রী কার্নিও কানাডার পক্ষ থেকে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র কানাডার বৃহত্তম বাণিজ্য অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। ট্রাম্পের শুল্কের কারণে এই বাণিজ্য সম্পর্ক বর্তমানে ব্যাহত হচ্ছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD