Logo

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ আগুন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর, ২০২৫, ১২:৪৭
12Shares
কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ারে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) সকালে ভবনটির উপরের তলার একটি রেস্তোরাঁয় হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

স্থানীয় গণমাধ্যম দ্য স্টার জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে দমকল বাহিনী। এ সময় ভবন থেকে কর্মচারী ও দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরি ওমর নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরই ভবনের আগুনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ও ছবিতে দেখা যায়, উপরের দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

প্রায় ৬০তলা বিশিষ্ট এই ভবনটি স্থানীয়ভাবে ‘মেনারা কারিগালি’ নামে পরিচিত। এটি বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই অবস্থিত, যা কুয়ালালামপুরের অন্যতম আকর্ষণীয় স্থাপনা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD