প্রেমিকার সঙ্গে দেখা করতে বাড়ির সামনে বোমা ফাটাল প্রেমিক, অতঃপর...

প্রেমিকা সম্পর্ক ভেঙে দেওয়ায় তার সঙ্গে দেখা করার জন্য প্রেমিকার বাড়ির সামনে বোমা ফাটানোর অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে এক যুবক। সাগর মালিক নামের ওই যুবক তার তিন বন্ধুর সাহায্যে ইউটিউব দেখে বোমা তৈরি করেছিল। তার উদ্দেশ্য ছিল, বোমার তীব্র আওয়াজে প্রেমিকা ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসবেন এবং তার সঙ্গে কথা বলার সুযোগ মিলবে।
বিজ্ঞাপন
আনন্দবাজারের খবর অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটি থানার মালিরবাগান এলাকায়। এই ঘটনায় যুবক সাগর মালিক-সহ তার তিন বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মালিক বাগানের একটি বাড়ির দেওয়ালে গত ২৮ অক্টোবর ছটপূজার রাতে বোমা ছোড়া হয়। বোমাটি প্রেমিকার বাড়ির পাশের একটি বাড়িতে আঘাত হানে এবং জানালার কাঁচ ভেঙে যায়। বোমার তীব্র শব্দে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
পুলিশের অনুসন্ধানে দেখা যায়, সাগর ও তার প্রেমিকার সম্পর্ক সম্প্রতি শেষ হয়। প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছেন এবং সাগরের ফোনেও সাড়া দিচ্ছেন না। এই কারণে সাগর পরিকল্পনা করে প্রেমিকার বাড়ির সামনে বোমা ফাটান। সে তার তিন বন্ধুর সঙ্গে আলোচনা করে ইউটিউব দেখে বাজি তৈরির মশলা ব্যবহার করে বোমা তৈরি করেন।
ছটপুজোর রাতে সাগর ও তার তিন বন্ধু বোমা ছোড়ার জন্য ঘটনাস্থলে যান। কিন্তু বোমার তীব্র আওয়াজে তারা নিজেই ভয় পেয়ে পালিয়ে যান।
বিজ্ঞাপন
পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল টাওয়ারের তথ্য খতিয়ে সাগরের খোঁজ পান এবং তাকে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সাগর ও তার তিন বন্ধুকে আরও তদন্তের জন্য আটক রাখা হয়েছে।
এই ঘটনার মাধ্যমে এলাকার মানুষ নিরাপত্তার দিকেও উদ্বিগ্ন হয়ে উঠেছেন। পুলিশ মনে করছে, যৌক্তিক কারণে সম্পর্ক ভাঙার পর প্রতিশোধমূলক এই ধরনের কর্মকাণ্ডের জন্য সচেতনতা বাড়ানো প্রয়োজন।








