Logo

শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক

profile picture
বিনোদন ডেস্ক
৪ নভেম্বর, ২০২৫, ২০:২৮
2Shares
শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক
ছবি: সংগৃহীত

শাহরুখ খানের আসন্ন সিনেমা 'কিং'-এর লুক নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেন যে, এই ছবিতে শাহরুখের নীল শার্ট এবং ট্যান জ্যাকেট পরা লুকটি হলিউড অভিনেতা ব্র্যাড পিটের আসন্ন 'F1' সিনেমার লুক থেকে 'নকল' করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং এটিকে "বিদ্বেষকারীদের মজার যুক্তি" (funny logic by haters) বলে অভিহিত করেছেন। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, "অনুসরণকারীদের কি স্মৃতি এতটাই দুর্বল?"

সিদ্ধার্থ আনন্দ আরও উল্লেখ করেন যে, শাহরুখের এই লুক নতুন নয়। এর আগেও ২০১৭ সালে 'জব হ্যারি মেট সেজল' (Jab Harry Met Sejal) ছবিতে তাঁকে একই ধরনের লুকে দেখা গিয়েছিল। বরং ব্র্যাড পিটই তাঁর 'F1' ছবিতে শাহরুখের ওই পুরনো লুকটি অনুসরণ করেছেন বলে তিনি ইঙ্গিত দেন।

বিজ্ঞাপন

পরিচালক মনে করেন, ইদানিং বলিউডকে একটু বেশিই কটাক্ষ বা ঘৃণার শিকার হতে হচ্ছে। তিনি এই ধরনের ভিত্তিহীন বিতর্কে কান না দেওয়ার কথা বলেছেন।

দু’দিন আগেই শাহরুখ খানের ৬০তম জন্মদিনে অন্তর্জালে এসেছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর ফার্স্ট লুক। কিন্তু টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই উসকে উঠেছে নতুন বিতর্ক। ‘কিং’-এ শাহরুখের নীল শার্ট এবং ট্যান জ্যাকেটের লুকটি নিয়ে নেটিজেনদের একাংশ নকলের অভিযোগ তুলেছেন।

সিদ্ধার্থ আনন্দ কমেন্ট সেকশনে এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বেশ কয়েকটি হাসির ইমোজির সঙ্গে ‘থাম্বস আপ’ ইমোজি দিয়েছেন। পরিচালকের এই প্রতিক্রিয়ায় স্পষ্ট যে, তিনি ওই ভক্তের যুক্তির সঙ্গে সম্পূর্ণ একমত এবং ‘নকলের’ অভিযোগটি ভিত্তিহীন বলেই মনে করছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘কিং’-এর টাইটেল টিজারে শাহরুখকে সল্ট অ্যান্ড পেপার লুকে এমন সব অ্যাকশন এবং স্টান্ট করতে দেখা গেছে, যা আগে কখনো দেখা যায়নি। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ।

ছবিতে শাহরুখ খান ছাড়াও আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভর্মা-সহ আরও অনেকে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক