খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয় : মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও আলোচনায় এসেছেন নতুন সম্পর্কের গুঞ্জন ঘিরে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর—এক হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বাড়ছে তার।
বিজ্ঞাপন
অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মালাইকার ব্যক্তিজীবন নিয়ে নেটিজেনদের কৌতূহল তুঙ্গে। তবে প্রেমের এই নতুন গুঞ্জন নিয়ে তিনি নিজে এখনো কোনো মন্তব্য করেননি।
তবে পুরুষ পছন্দের বিষয়ে আগেই নিজের মত জানিয়ে রেখেছিলেন মালাইকা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি একটু রুক্ষ, ধারালো চেহারার পুরুষ পছন্দ করি। খুব ফর্সা, পরিপাটি বা দাড়ি-গোঁফ কামানো পুরুষ আমার একদমই ভালো লাগে না।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আত্মবিশ্বাসী ও স্পষ্টভাষী পুরুষই তার পছন্দ, “যে প্রকাশ্যে ফ্লার্ট করতে পারে এবং ভালো চুমু খেতে জানে।”
দ্বিতীয় বিয়ের প্রসঙ্গেও তখন মালাইকা বলেন, “আমি রোম্যান্টিক মানুষ, ভালোবাসায় বিশ্বাস করি। ভবিষ্যতে কী হবে, সেটা সময়ই বলবে।”
বিজ্ঞাপন
এদিকে বলিউডে জোর ফিসফাস—হর্ষের সঙ্গেই নাকি মালাইকার নতুন অধ্যায় শুরু হয়েছে। যদিও এ বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি।








