প্রথমবার প্রকাশ্যে এনগেজমেন্ট রিং দেখালেন রাশমিকা মান্দানা

জনপ্রিয় বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা প্রথমবারের মতো প্রকাশ্যে তার এনগেজমেন্ট রিং প্রদর্শন করেছেন। সম্প্রতি তিনি আসন্ন সিনেমার প্রচারে অংশ নিতে অভিনেতা জগপতি বাবুর সঞ্চালনায় জি-৫ টক শো-তে হাজির হন।
বিজ্ঞাপন
সেখানে নিজের বাগদান প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, ভক্তদের উদ্দেশে আঙুলে থাকা ঝলমলে ডায়মন্ড রিংটি দেখান তিনি।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, শোতে রাশমিকার হাতে একাধিক আংটি দেখে হোস্ট কৌতূহলী হয়ে জানতে চান—এর মধ্যে বিজয়ের দেওয়া রিংটি কোনটি। হাসিমুখে উত্তর দেন রাশমিকা।
বিজ্ঞাপন
আঙুলে থাকা ডায়মন্ড রিংয়ের দিকে ইশারা করে বলেন, “ওটাই বিশেষ।” বাকিগুলো শুধুমাত্র স্টাইলের জন্য পরা হয়েছে বলেও জানান তিনি।
শুধু সিনেমা প্রচার নয়, অনুষ্ঠানে ব্যক্তিগত মুহূর্তও শেয়ার করেন রাশমিকা। এনগেজমেন্ট রিং দেখানোর পর থেকেই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ও আলোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।








