Logo

সমাবেশে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি নেতা নিহত

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
৫ নভেম্বর, ২০২৫, ২৩:১৫
286Shares
সমাবেশে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি নেতা নিহত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির আয়োজিত ন্যায্য পানি বণ্টনের দাবিতে-বিশাল সমাবেশে এসে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও সাবেক বিএনপি নেতা একরামুল হক।

বিজ্ঞাপন

বুধবার (০৫ নভেম্বর) ৪টা ৩০মিনিটে শিবগঞ্জ পৌর এলাকার মনাকষা মোড়ে হার্ট অ্যাটাক করে মারা যান তিনি।

একরামুল হক সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

নেতাকর্মীরা জানান, দুপুর তিনটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার সরকারী মডেল হাই স্কুলে বিশাল সমাবেশ ছিল। এসময় সবার সঙ্গে একত্রিত হয়ে সমাবেশ স্থলে যাচ্ছিলেন একরামুল হক। এসময় হঠাৎ হার্ট অ্যাটাক করেন তিনি।পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সমাবেশ চলা অবস্থায় বিএনপির একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুরতহাল শেষে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD