Logo

বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৫ নভেম্বর, ২০২৫, ২০:২৯
25Shares
বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়ে এক যুবক মৃত্যুবরণ করেছেন। নিহতের নাম সরওয়ার বাবলা, যিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

বিজ্ঞাপন

ঘটনা ঘটে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায়, নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়। স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ শুরু করেন। এসময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে গুলি ছুড়লে এরশাদ উল্লাহসহ কয়েকজন আহত হন। তবে হামলাকারীদের পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণার সময় হামলার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং তদন্ত শুরু করেছি।

বিজ্ঞাপন

এদিকে, নিহত যুবক সরওয়ার বাবলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে নামেছেন। বিক্ষোভকারীরা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি করেছেন।

প্রসঙ্গত, ৩ নভেম্বর বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের জন্য এরশাদ উল্লাহকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই প্রচারণা শুরু করেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপূর্ণ। পুলিশ এলাকায় টহল বাড়িয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে বিএনপি এবং এর সহযোগী সংগঠনদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

চট্টগ্রামের নির্বাচনি প্রাঙ্গণে এই ধরনের সহিংসতা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষ করে ভোটের আগে নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিয়ে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD