Logo

বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৫, ১১:১২
36Shares
বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি
ছবি: সংগৃহীত

নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

রবিবার (২ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য খান মুহাম্মদ মুরসালীন।

তিনি শনিবার (১ নভেম্বর) রাতে পাঠানো এক বার্তায় জানান, বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও পলিসি অ্যান্ড রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।

বিজ্ঞাপন

সূত্র জানায়, বৈঠকে দলীয় প্রতীক ‘শাপলা’সহ নির্বাচন কমিশনের নিবন্ধন, নির্বাচন প্রক্রিয়া ও প্রস্তুতি সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD