Logo

ভোলায় বিজেপি-বিএনপি ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুর, পার্থর প্রতিবাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ২৩:২৫
164Shares
ভোলায় বিজেপি-বিএনপি ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুর, পার্থর প্রতিবাদ
ছবি: সংগৃহীত

ভোলায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বিজ্ঞাপন

শনিবার (০১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের এক পোস্টে এই প্রতিবাদ জানান তিনি।

সংঘর্ষে আহত নিজ দলের নেতাকর্মীদের ছবি সংযুক্ত করে ব্যারিস্টার পার্থ লিখেছেন, আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনী মিছিল হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেয়। জোহরের নামাজের আগে শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হওয়ার পর অল্প কিছু নেতাকর্মী পার্টি অফিসে অবস্থান করছিল। ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে বিএনপির ৪০০ থেকে ৫০০ জনের একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ কর্মীদের ওপর হামলা চালায় এবং পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করে। এটি দুঃখজনক ও হতাশাজনক ঘটনা, আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান সারা দেশে মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে এবং এর প্রভাব ভোটেও পড়বে, এটি অত্যন্ত দুঃখজনক। ঐক্যের কোনো বিকল্প নেই।

প্রসঙ্গত, শনিবার দুপুরে ভোলা শহরের নতুন বাজারে অবস্থিত জেলা বিজেপির কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক ও পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে গুরুতরদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে দাবি করে স্থানীয় বিএনপি ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD