Logo

গণভোট ছাড়া জাতীয় নির্বাচন অর্থহীন হবে: জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১০:২৩
16Shares
গণভোট ছাড়া জাতীয় নির্বাচন অর্থহীন হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন না করা হলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার লন্ডনে পৌঁছে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জুলাই সনদ গণভোটের মাধ্যমে বাস্তবায়ন না হলে বাংলাদেশে নির্বাচন কার্যকর হবে না।’

জামায়াত আমির আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং এই লড়াইয়ে জামায়াত সব সময় জনগণের সঙ্গে থাকবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী যেই হোক—সেনাবাহিনীর সদস্য বা অন্য কেউ—অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলামসহ সংগঠনের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এদিকে, ডা. শফিকুর রহমান শনিবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা হওয়ার কথা রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD