Logo

অবশেষে চালু হলো টিটিপাড়া আন্ডারপাস, যানজট কমাবে ব্যস্ত রুটে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৩:০০
96Shares
অবশেষে চালু হলো টিটিপাড়া আন্ডারপাস, যানজট কমাবে ব্যস্ত রুটে
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টিটিপাড়া আন্ডারপাস সাধারণ যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এই আন্ডারপাস চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞাপন

রেলপথ মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন সকালে পরিদর্শন শেষে এটি চালু করার নির্দেশ দেন। টিটিপাড়া আন্ডারপাস উদ্বোধন হওয়ায় অতিশী দীপঙ্কর রোড ও কমলাপুর আউটার সার্কুলার রোডের মধ্যে অবস্থিত লেভেল ক্রসিংয়ের দীর্ঘদিনের যানজট দূর হবে।

দীর্ঘদিন বন্ধ থাকার কারণে রাজধানীর এই ব্যস্ত সংযোগপথে অফিসগামী, শিক্ষার্থী ও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতকারী লাখো মানুষ ভোগান্তি পোহাতে হয়েছে। আন্ডারপাসটি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় প্রায় দুই বছরের কর্মযজ্ঞ শেষে নির্মিত হয়েছে।

বিজ্ঞাপন

নতুন আন্ডারপাসে ছয় লেনের সড়কের মধ্যে চার লেন যান্ত্রিক যানবাহনের জন্য বরাদ্দ রয়েছে। পাঁচ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এছাড়া দুই পাশে আলাদা লেন রয়েছে রিকশা ও সাইকেলের জন্য এবং পথচারীদের জন্য প্রশস্ত ফুটপাত রাখা হয়েছে। প্যাডেলচালিত যানবাহনের জন্য ঢাল কম রাখতে দুই পাশের লেন মাঝের চার লেনের তুলনায় কিছুটা উঁচু করা হয়েছে।

এখন উপরে ট্রেন চলবে এবং নিচ দিয়ে অন্যান্য যানবাহন নির্বিঘ্নে চলাচল করবে। রোড মার্কিং, ডিভাইডারে ফুলের গাছ এবং সড়কের দুই পাশে ল্যাম্পপোস্ট আন্ডারপাসটিকে আরও সৌন্দর্যময় করেছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, স্পেস সীমাবদ্ধতার কারণে বাইপাস নির্মাণ করা সম্ভব হয়নি। আন্ডারপাসের গভীরতাও বেশি। তাই আমাদের ডিজাইন এবং নির্মাণ যথাযথভাবে করতে হয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাম্প হাউসের কার্যকারিতা বজায় রাখতে। এর দায়িত্ব রেলওয়ের।

বিজ্ঞাপন

আন্ডারপাসটি মূল সড়ক থেকে ১১ মিটার নিচে তৈরি করা হয়েছে। বর্ষাকালে পানির জমে থাকা প্রতিরোধে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা রাখা হয়েছে।

প্রকৌশলী নীলাকর বিশ্বাস জানান, আন্ডারপাসের জন্য আলাদা ‘রেইনওয়াটার পাম্প ওয়েল’ করা হয়েছে। এখানে ৭৫ কিলোওয়াটের চারটি পাম্প স্বয়ংক্রিয়ভাবে পানিকে পার্শ্ববর্তী সিটি কর্পোরেশনের ক্যানেলে পাঠাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, উপদেষ্টার বিশেষ সহকারী পরিদর্শন শেষে নির্দেশ দিয়েছেন যে আন্ডারপাস খুলে দেওয়া হবে। তাই আজ সকাল ১০টা থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

টিটিপাড়া আন্ডারপাস চালু হওয়ায় ঢাকা শহরের অন্যতম ব্যস্ত রুটে যানজট কমবে এবং যাত্রী ও যানবাহনের চলাচল অনেক সহজ হবে। এটি শহরের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD