Logo

অবৈধ প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর, ২০২৫, ১১:১১
47Shares
অবৈধ প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত অবৈধ প্রবাসীদের দেশে ফেরার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। এবার আধুনিক প্রযুক্তিনির্ভর ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ চালুর ঘোষণা দিয়েছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইন আবেদন করে নিজ নিজ দেশে ফেরার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। ফলে দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ প্রশাসনিক কার্যক্রম সহজ হবে।

এছাড়া, দেশটির বিমানবন্দর ও সীমান্ত ব্যবস্থাকে আধুনিকায়নে ‘স্মার্ট ট্র্যাক’ নামের আরেকটি প্রযুক্তি চালুর পরিকল্পনাও জানায় মন্ত্রণালয়। এই ব্যবস্থায় যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রযুক্তির ব্যবহার বাড়াতে সৌদি সরকার আরও একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিস্টেম ‘ডিজিটাল টুইনস’ চালুর উদ্যোগ নিয়েছে। এটি জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, অপেক্ষার সময় নির্ধারণ এবং সেবার মান উন্নয়নে সহায়তা করবে বলে জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ২০৩০ সালের আগেই দেশটির ভ্রমণ ও প্রবাসী সেবায় প্রযুক্তিনির্ভর এক নতুন যুগের সূচনা হবে, যেখানে সবকিছুই পরিচালিত হবে স্মার্ট ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD