Logo

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১০:৫৪
33Shares
বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসকে নিজের বক্তব্যের শব্দ চয়ন নিয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশকে কেন্দ্র করে ভারত কোনো উত্তেজনা সৃষ্টি করতে চায় না।

বিজ্ঞাপন

ভারতের সংবাদমাধ্যম নেটওয়ার্ক-১৮ গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল জোশিকে দেওয়া একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চাই না। তবে ইউনূসের (অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস) উচিত হবে নিজের বক্তব্যের শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।’

২০২৪ সালে জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠনের সময় থেকেই ড. ইউনূসের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক টানটান। সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহে তা আরও জটিল হওয়ার ইঙ্গিত মিলেছে।

ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন ড. ইউনূস। দুই দেশের সঙ্গেই ভারতের জাতিগত ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে তিক্ত।

বিজ্ঞাপন

তুরস্কের এমপি মেহমেত আকিফ ইলমাজের নেতৃত্বে থাকা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারপ্রধান তাদের সবাইকে ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামের একটি বই উপহার দেন। বইটিতে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের ছবি ও গ্রাফিতি সংকলিত হয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ অভিযোগ করেছে— বইটিতে ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি মানচিত্র রয়েছে, যেখানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। তাদের দাবি— এতে নাকি আসাম দখলের যুদ্ধ পরিকল্পনা ও যুদ্ধ-পরবর্তী প্রশাসনিক কাঠামো সম্পর্কেও উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : ফার্স্টপোস্ট

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD