জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন

নতুন শিক্ষাবর্ষে স্নাতক প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবার ভর্তি পরীক্ষা নয়, বরং ফাইনাল পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের অনুপাত পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তত্ত্বীয় কোর্সগুলোর ফাইনাল পরীক্ষায় পূর্ণমানের ৮০% নম্বর বরাদ্দ থাকবে। বাকি ২০% নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হবে।
আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা স্থগিত
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু চূড়ান্ত পরীক্ষার উপর নির্ভর করবে না, বরং সেমিস্টার চলাকালীন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও অন্যান্য মূল্যায়ন কার্যক্রম ও তাদের ফলাফলের সঙ্গে ফলাফলে সমানভাবে গুরুত্ব পাবে।
বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের এই নতুন পদ্ধতি শিক্ষার্থীদের ধারাবাহিক শিক্ষার উপর মনোযোগ বৃদ্ধি ও ফাইনাল পরীক্ষার চাপ কমানো লক্ষ্যে নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ ধরণের পরিবর্তন আগামীতে অন্যান্য কোর্সেও ধাপে ধাপে প্রযোজ্য করা হতে পারে, যাতে শিক্ষার্থীরা মৌলিক দক্ষতা ও সৃজনশীলতাকে আরও গুরুত্ব দিতে পারে।








