শাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে এ বছরের ভর্তি পরীক্ষা।
বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।








