গুলশানের অভিজাত বারে বাউন্সারের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর গুলশানে একটি অভিজাত বারের বাউন্সার ও কর্মচারীদের মারধরে ব্যবসায়ী দবিরুল ইসলাম (৫১) নিহত হওয়ার ঘটনায় ব্যবস্থাপকসহ সাতজনকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। এর আগে ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—শামীম আহমেদ (ব্যবস্থাপক), তোফাজ্জেল হোসেন (গ্রাহক) এবং রাকিব, কাউসার, রুবেল মাহমুদ, প্লাবন মিয়া ও রাজু আহমেদ (বাউন্সার/কর্মচারী)।
পুলিশ জানায়, প্রথমে হত্যাচেষ্টা মামলা হিসেবে রেকর্ড করা হলেও দবিরুলের মৃত্যু হওয়ায় তা হত্যা মামলায় রূপান্তরিত করা হয়।
বিজ্ঞাপন
গত ১৪ অক্টোবর রাতে গুলশান-১ এর ব্লিস আর্ট লাউঞ্জ বারের সামনে দবিরুলের সঙ্গে ব্যবস্থাপক শামীমের বাগবিতণ্ডা হয়। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, একপর্যায়ে দবিরুল শামীমকে থাপ্পড় দিলে বারের কর্মচারীরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। দবিরুল পড়ে গেলে তার মাথায় লাথি মারা হয়। পরে তাকে পাশের রাস্তায় ফেলে রেখে যাওয়া হয়।
পরদিন ভোরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ঢামেকে মারা যান।
বিজ্ঞাপন
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, বারের কর্মকর্তা–কর্মচারীদের মারধরের কারণেই দবিরুলের মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। গ্রেপ্তার সাতজনের প্রত্যেকেই তিনদিনের রিমান্ডে রয়েছে।








