Logo

পুঁজিবাজারে জালিয়াতি: ৯ বিদেশিসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১২:২১
5Shares
পুঁজিবাজারে জালিয়াতি: ৯ বিদেশিসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি।

পুঁজিবাজারে একটি কোম্পানিকে তালিকাভুক্ত করার সময় ভুয়া কাগজপত্র ও মিথ্যা তথ্য ব্যবহার করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদেশি ৯ নাগরিকসহ মোট ১০ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশি নাগরিক হলেন এফএআর গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক। বাকি নয়জন বিদেশি নাগরিক হলেন— সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, শিয়াও লিউ ই চি, চুক কোয়ান, শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে ও সুং ওয়ে মিন।

বিজ্ঞাপন

দুদকের আবেদনে বলা হয়েছে, এফএআর গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুক এবং ডিইপিজেডভিত্তিক বিদেশি কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড প্রকৃত আর্থিক সক্ষমতা না থাকা সত্ত্বেও পুঁজিবাজারে প্রবেশের লক্ষ্যে জাল শেয়ারহোল্ডার তৈরি ও নথিপত্র জালিয়াতির মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২৭৫ কোটি টাকা হাতিয়ে নেন।

এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, এই অর্থ জালিয়াতির একটি বড় অংশ বিদেশি অংশীদারদের সঙ্গে ৪০/৬০ অনুপাতে ভাগাভাগি করা হয় এবং এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

বর্তমানে বিষয়টি দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধানাধীন রয়েছে। আদালতের আদেশে বলা হয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্তদের কেউই দেশত্যাগ করতে পারবেন না।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD