Logo

ব্রিতে তারুণ্যের অংশগ্রহণে অর্জন ও অগ্রগতি নিয়ে কর্মশালা

profile picture
জেলা প্রতিনিধি
২ নভেম্বর, ২০২৫, ১২:৩২
13Shares
ব্রিতে তারুণ্যের অংশগ্রহণে অর্জন ও অগ্রগতি নিয়ে কর্মশালা
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) “ব্রির অর্জন ও অগ্রগতি: তারুণ্যের অংশগ্রহণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

বিজ্ঞাপন

ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ড. মো. রফিকুল ইসলাম (পরিচালক, গবেষণা) এবং ড. মুন্নুজান খানম (পরিচালক, প্রশাসন ও সাধারণ পরিচর্যা)।

কর্মশালায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. আদিল বাদশাহ, কৃষিতত্ত্ব বিভাগের প্রধান ও তারুণ্যের উৎসবের ফোকাল পয়েন্ট। অনুষ্ঠানে ব্রির বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানগণ এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন কলেজের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

কর্মশালায় ব্রির অর্জন, গবেষণা অগ্রগতি এবং তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এটি ছিল একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা নতুন ধারণা, গবেষণার অভিজ্ঞতা এবং ভবিষ্যতের ধান গবেষণার সম্ভাবনা নিয়ে সরাসরি সংযোগ করতে পারে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD